
মোঃ মজিবর রহমান,নাগেশ্বরী, প্রতিনিধি:
কুড়িগ্রামে নাগেশ্বরীতে দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা এনামুল হক (২৫)
লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের মন্নেয়ার
পার গ্রামে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায় ১৯ ডিসেম্বর সকালে আপন ছোট ভাই ইউনুছ
আলী (৪৪) পাওনা জমিতে জোর পুর্বক বাড়ী করার চেষ্টা করলে বাধা দেয় বড় ভাই হানিফ
আলী। এ সময় দুই ভাই ও তাদের স্ত্রীদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু
হলে ছোট ভাই ইউনুছ আলীর ছেলে এনামুল হক (২৫) এর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যায়
চাচা হানিফ আলী এবং আহত হয় নিহতের স্ত্রী সুফিয়া বেগম। পরে আহত সুফিয়া বেগমকে
আশঙ্কাজনক অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা হয়েছে।