মোঃ মজিবর রহমান,নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিজয় দিবস উপলক্ষে হলিক্রিসেন্ট হসপিটাল কেন্দ্রিয় বাসটার্মিনাল রংপুরের
আয়োজনে ১৯ ডিসেম্বর সকালে নাগেশ্বরী নর্সিংডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত
হাসপাতাল পরিচালক গাজীউর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা,
ব্লাড গ্রুপিং ও বিনামুল্যে ঔষধ বিতারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার.আশিকুর রহমান
অপু, ডাক্তার মাসুমা মোখলেছ ইমা, ইউপি চেয়ারম্যান গোলাম আজম বাবলু, প্রধান শিক্ষক আবুল
হোসেন ও এস এম এনামুল হক মুকুল প্রমুখ।
