মাহফুজার রহমান মাহফুজ ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাস ব্যাপি বিজয় মেলার আয়োজন করা হয়েছে।এবারের মেলায় প্রধান আকর্ষণ হচ্ছে সার্কাস। আর সার্কাসের নামে চলছে অশ্লীল নৃত্য।অশ্লীলতা বন্ধের জন্য কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।তাছাড়া সার্কাসে অশ্লীলতা নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছরিয়ে পরে।
তারই সূত্র ধরে আজ রাত ৯ টায় সার্কাসে অশ্লীলতার তদন্তে আসেন মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পুলিশ সুপার,কুড়িগ্রাম। এসময় তিনি সার্কাস দেখতে আসা দর্শকদের সাথে মাদক,জুয়া ও অশ্লীলতার বিষয়ে সরাসরি মতবিনিময় করেন এবং মাদক,জুয়া ও অশ্লীলতা রোধে পুলিশের কঠোর অবস্হানের কথা উল্লেখ করে তিনি বলেন- মাদক, জুয়া ও অশ্লীলতা বন্ধে আমরা নিরলস কাজ করে যাচ্ছি কোথায় মাদক,জুয়া ও অশ্লীলতা হলে তা তাৎক্ষণিক উপযুক্ত তথ্য প্রমাণসহ আমাকে জানাবেন।আমরা মাদক,জুয়া,অশ্লীলতাসহ সকল প্রকার অপরাধ দমনে আপনাদের পাশে আছি এবং এসব নির্মূলে আমরা বদ্ধপরিকর।
তীব্র ঠান্ডা উপেক্ষা করে তাৎক্ষণিক ঘটনাস্হলে পুলিশ সুপারের আগমনে ধন্যবাদ জানিয়েছেন অত্র এলাকার সূধীজন।