
ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলেন- আব্দুল আজিজ, মো. মোবারক হোসেন, মো. হাসান ও মো. হারুন মিয়া। আব্দুল আজিজের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা বন্ধ ডাক পাড়া এলাকার ২ নং রোডের ৩-৪ টি বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আজিজ ও তার দল। বাড়ির মালিকদের ভয়ভীতি দেখালে বিষয়টি তাদের সন্দেহ হয়। ঘটনাটি ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ওসি মো. নজরুল ইসলামকে স্থানীয় লোকজন ফোন করে জানান। ওসি নজরুল ইসলাম একদল পুলিশ নিয়ে বন্ধ ডাকপাড়া ২ নং গলিতে অভিযান চালান। এসময় ভুয়া ডিবি পুলিশের দলনেতা আব্দুল আজিজ, মো. মোবারক হোসেন, মো. হাসান ও মো. হারুন মিয়া পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) ওসি মো. নজরুল ইসলাম বলেন, আব্দুল আজিজের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে তিনি এতো দিন জিনজিরা ইউনিয়নের বিভিন্ন মহল্লায় চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।