সৌদি আরবের মদিনা শহরে সড়কে দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তারা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা এবং সর্ম্পকে মামা-ভাগ্নে।
সৌদি সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মদিনা-জেদ্দা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বন্দর উপজেলার ছালেহনগর ভূঁইয়া বাড়ির আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ এবং একই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে ফাহিম। তারা মদিনায় জান্নাতুন বাগিচা এলাকায় একটি মাছের মার্কেটে কাজ করতেন। নিহত ফাহিমের ছোট ভাই সৌদি প্রবাসী ফারাহি ফাহাদের বরাত দিয়ে পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর বাড়িতে পৌঁছলে দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে।