মমতাজ বেগম, স্টাফ রিপোর্টারঃ
বিভাগীয় শহর রাজশাহীতে সকাল সন্ধ্যায় অসহনীয় শীত পড়ছে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে সাড়ে ৩ ডিগ্রী সেলসিয়াস।
আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এতো করে সকাল সন্ধ্যায় শীতে কাবু রাজশাহীর মানুষ। আর এতে দুর্ভোগে পড়েছে গরীব ছিন্নমুল অসহায় দিনমজুর মানুষ। যারা ভোরে অর্থ উপজনের জন্য ঘর থেকে বের হতে হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠায় দুপুরের দিকে ঠান্ডার প্রকোপ কিছুটা কম।
এদিকে, রাজশাহী আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা ১০ ডিগ্রীর নেচে নামলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। কাজেই নতুন করে আজ থেকে রাজশাহীর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
