মমতাজ বেগম, স্টাফ রিপোর্টারঃ
১৪৭ বছরের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্র্মিলনীর অনুষ্ঠান শুরু হয়েছে। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। নানান সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল পিটিয়ে আনন্দ উল্লাশে মেতে ওঠে প্রান্তন শিক্ষার্থীরা। পরিনত হয় এক মিলন মেলায়।
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্র্মিলনীর অনুষ্ঠানে ১৪৭ বছরের এইচএসসির প্রায় ৯ হাজার অ্যলামনাই শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিদেশ থেকেও অনেক প্রক্তম শিক্ষার্থী এসেছে এই পুনর্র্মিলনীর অনুষ্ঠানে অংশ নিতে। এই মিলন মেলায় অংশ নিতে পেরে খুশি সবাই।
আজ দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ চত্বরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ একাধিক সংসদ সদস্য ।