থার্টিফার্স্ট নাইটে সতর্ক থাকবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। খোলা ময়দানে অনুষ্ঠানে কিছু বিধিনিষেধ থাকলেও আর কোনো ব্যাপারে সিএমপির নিষেধ থাকবে না বলে জানা গেছে। তবে নিরাপত্তার প্রশ্নে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক বলেন, থার্টিফার্স্ট নাইটে আমরা সতর্ক থাকব। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না। শুধুমাত্র আউটডোর প্রোগ্রামে নিষেধাজ্ঞা থাকবে। খোলা জায়গায় কাউকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না। বাসাবাড়ি, হোটেল রেস্টুরেন্টে কেউ অনুষ্ঠান করতে চাইলে করতে পারবে।
জানা গেছে, থার্টিফার্স্ট নাইট সামনে রেখে দু’দিন আগে থেকেই নগরে বিশেষ নিরাপত্তা জোরদার করতে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। অনুমতি নিয়ে সুশৃঙ্খলভাবে যে কেউ থার্টিফার্স্ট নাইট পালন করতে পারবে। পুলিশ শুধু নিরাপত্তার বিষয়গুলো দেখবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি চালাবেন গোয়েন্দা বিভাগের সদস্যরা। আবাসিক হোটেলগুলোতে থাকবে বিশেষ নজরদারি।