
নির্বাচিত হলে জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে তার পূর্ণ সময় কাজ করে যাবেন বলে জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা জানান তিনি। ঢাকা-১০ এর সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করে, দক্ষিণ সিটি করপোরেশনের আপামর জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমার পূর্ণ সময় আমি কাজ করে যাব। দল থেকে মনোনয়নের দেওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ তাপস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করে তিনি বলেন, তিনি অল্প সময়ে প্রমাণ করেছিলেন- সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করলে মানুষের দরজায় কীভাবে পৌঁছানো সম্ভব, সেটাকে পুঁজি করে আমি কাজ করতে চাই।
বিদায়ী মেয়র সাঈদ খোকনের সমর্থন প্রত্যাশা প্রত্যাশা প্রসঙ্গে তাপস বলেন, আশা করি উনি আমাকে সমর্থন করবেন।