ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গানার কোচ আরেতেতা জিতেছেন ভক্তদের মন। ম্যানইউয়ের বিপক্ষে এই জয়ে আরতেতা আর্সেনালের দায়িত্ব সামলাতে পারবেন বলেও ক্লাব কতৃপক্ষ আস্থা পেয়েছেন। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ড প্রশংসায় ভাসিয়েছেন আর্সেনাল কোচকে। তবে আলাদাভাবে তার চোখে পড়েছে মেসুত ওজিলকে।
ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচে আরও সুযোগ তৈরি করে তারা। ম্যানইউও গোল করার সুযোগ তৈরি করে। কিন্তু তাদের থামিয়ে দেন ডেভিড লুইসরা। গোল না করলেও ম্যাচে বেশি আলোচনায় মেসুত ওজিল। মাঠে দারুণ খেলেছেন সাবেক এই জার্মান তারকা। ভালো পারফরম্যান্স করায় ওজিলের চেহারায় ফুটে ওঠা দ্যুতিটা খুব টেনেছে রিও ফার্ডিন্যান্ডকে।
তিনি বলেন, ‘নতুন করে দলটা সাজানো হয়েছে। পুরনো ম্যানেজারের আমলে সবকিছু কেমন বাসি হয়ে গিয়েছিল। তাদের সম্ভবত আগের কোচের ওপর আস্থা ছিল না। পছন্দ ছিল না তার ট্যাকটিক কিংবা খেলানোর পদ্ধতি। আর্সেনাল এই ম্যাচটি এমনি এমনি ভালো খেলে ফেলেছে এমন মনে হয়নি আমার।’
ম্যাচের শেষ বাঁশির সময় আর্সেনাল কোচ আরতেতা মাঠে ঢুকে ফুটবলারদের আলিঙ্গনে বাঁধেন। রিও ওই সময়টা বেশ ভালো করে লক্ষ্য করেন। তিনি বলেন, ‘শেষ বাঁশির সময় আরতেতা মাঠে গেলে- আমি ওজিলের মুখে একটা হাসি দেখলাম। যেটা সর্বশেষ ১৮ মাস আগে তার মুখে আমি দেখেছি। ওই হাসিটাই একটা গল্প লেখা আছে। সে দলের অনুশীলন উপভোগ করছে। উপভোগ করছে আর্সেনালের হয়ে খেলতে।’