
গোলাম মাহবুব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“সোনার বাংলায় মুজিব বর্ষে,সমাজকল্যাণ এগিয়ে চলে”শ্লোগানকে সামনে রেখে
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে
জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,
নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ
কুদ্দুছ সরকার, ওসি মোঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী,
প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম, সমাজ সেবা অফিসার লুৎফর রহমান,আরডিও
খলিলুর রহমান প্রমুখ।