সোমবার , মার্চ ২০ ২০২৩
Home / আন্তর্জাতিক / নববর্ষের উৎসব কেড়ে নিলো ৩১৭ প্রাণ **

নববর্ষের উৎসব কেড়ে নিলো ৩১৭ প্রাণ **

নববর্ষ উদযাপনের সময় সড়ক দুর্ঘটনায় মোট ৩১৭ জন নিহত এবং ৩ হাজার ১৬০ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ (ডিডিপিএম)। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে নববর্ষের ছুটি ২৭ ডিসেম্বর শুরু হয়ে চলে ১ জানুয়ারি পর্যন্ত।

থাইল্যান্ডজুড়ে ৩ হাজার ৭৬টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৯ শতাংশ দুর্ঘটনার কারণ ছিল মাতাল হয়ে গাড়ি চালানো। আর অতিরিক্ত গতির কারণে ঘটেছে ২৮ শতাংশ দুর্ঘটনা। ডিডিপিএম আরও জানায়, দুর্ঘটনায় পতিত যানগুলোর মধ্যে ৭৯ শতাংশই ছিল মোটরসাইকেল।

এদিকে, নববর্ষের সময়ে হতাহতদের মাঝে পুরো দেশের সবগুলো প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন ব্যাংককে। আর সবচেয়ে বেশি ১০০ জন আহত হয়েছেন দক্ষিণাঞ্চলের প্রদেশ সোংখালাতে। সূত্র- শাইন.সিএন

About admin

Check Also

নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ্ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

দিল্লিতে হযরত নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ্ জিয়ারত এবং শেষে মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি …

সাম্প্রতিক মিয়ানমারের রাখাইনে সংঘটিত অস্থিরতার দিকে নজর রাখছে ভারত

নয়াদিল্লির হোটেল আইটিসি মাওরায় সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। মিয়ানমারের …

দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন অ্যাঙ্গোলান প্রেসিডেন্ট লরেনকো

অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লরেনকো সোমবার দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য জয়লাভ করেছেন। গত সপ্তাহের কঠিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *