শুক্রবার , জানুয়ারি ১৭ ২০২৫
Home / জাতীয় / সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ছয় জনকে জরিমানা **

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ছয় জনকে জরিমানা **

সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন বাজানোয় ভ্রাম্যমাণ আদালত আজ দুইটি গাড়ী ও চারটি  মোটরসাইকেলের ড্রাইভারকে জরিমানা করেছে। ছয়জনকে সতর্কতামূলকভাবে এক হাজার তিনশত টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌ. কাজী তামজীদ আহমেদ এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব এ অভিযান পরিচালনা করেন।   তারা সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন না বাজাতে চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী হাকিম জানান, নীরব এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন।

About admin

Check Also

পোষ্য কোটা বাতিল না করলে এবার রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আজকের মধ্যে সব ধরনের পোষ্য কোটা …

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প ১৬ জেলায় আবেদন ৩৫ হাজার

নিজস্ব প্রতিবেদক,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের …

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, তবে মুক্তি মিলছেনা

ভারতে অবৈধ প্রবেশের মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছে। তবে এই মামলায় জামিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *