আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ বাজারের নৈশপ্রহরী এরশাদুল হকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে ফজরের নামায শেষে লোকজন এসে বাজারের দোকানের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে। এরশাদুল রমনা ইউনিয়নের ভরতপাড়া এলাকার মৃত মহিজল মিয়ার ছেলে। হাত-পা বেঁধে মুখে গামছা গুজিয়ে শ^াসরোধ করে তাকে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুটি গলামাল ও একটি কসমেটিকের দোকানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করছে দোকান মালিক নজির হোসেন, ফারুক মিয়া ও লিটন। দোকানের সিসি ক্যামেরা ভেঙে সার্টারের তালা ভেঙে ক্যাশসহ প্রায় ২২ লক্ষ টাকা নেয়ারও অভিযোগ করেন তারা। ধারনা করা হচ্ছে গভীররাতে ঘটনা ঘটানো হয়।
চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে তার হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
Check Also
চিলমারীতে ৩০ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে ঢুষমারা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার …
চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ …
চিলমারীতে কেয়ার বাংলাদেশের সুফল-২ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত্ব স্কেলিং আপ ফোরকাষ্ট বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন …