
মো.এখলাছ উদ্দিন (রিয়াদ):বিশেষ প্রতিনিধি,
রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় কিছুটা রোদ আরও উষ্ণতা ছড়িয়ে থাকলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে শীত নামছে।
আবহাওয়া অধিদপ্তরসূত্র থেকে বলা হয়েছে, আজ মঙ্গলবারও দেশের বেশির ভাগ স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। তবে রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তা আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়তে পারে। আগামী কাল বুধ ও পরদিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে সামান্য বৃষ্টি হতে পারে। ,
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা বেড়ে শীতের দাপট কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে। নদীতীরবর্তী এলাকাগুলোসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ফলে রাতের বেলা নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রাতে শীতের দাপট বেড়ে যাওয়ায় বোরো ফসল ও রবিশস্যের বিশেষ যতœ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।