
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসন ও শামসুন নাহার হল অ্যালামনাইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধা, শিশু ও বয়স্কদের মাঝে কম্বল, খাদ্যদ্রব্য ও শিশু পোষাক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক ও সামসুন নাহার হলের সাবেক শিক্ষার্থী মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, শাসসুন নাহার হল অ্যালামনাইন এর সভাপতি আভা দত্ত, সহ-সভাপতি হায়দারী সুলতানা,ট্রেজারার বাণী চৌধুরী,সদস্য শাহীন সোবহানা সুরভী প্রমুখ।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ৭০০ জনকে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ এবং শামসুন নাহার হল অ্যালামনাইন অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ৩০০ কম্বল বিতরণ করা হয়।