চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে নৈশ প্রহরীকে হত্যাকরে তিনটি দোকান ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা প্রতিবাদ সভা করেছে। ঘটনার ৪দিন পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত কোন রাহস্য উৎঘাটন না হওয়া এবং ডাকাতির সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় নেয়ার দাবীতে জোড়গাছ নতুন বাজারের ব্যবসায়ীরা এ প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার বিকেলে জোড়গাছ নতুন বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,রমনা ইউপি চেয়াম্যান আজগার আলী সরকার, ব্যবসায়ী সাজেদুল ইসলাম স্বপন, জোবাইদুল ইসলাম সুইট, মাইদুল ইসলাম, রফিয়াল হক,শামছুদ্দোহা রাজু প্রমুখ। বক্তাগণ নৈশ প্রহরীকে হত্যা ও দোকান ডাকাতির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রæত ব্যবস্থা না নেয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচীর কথা জানিয়ে বক্তব্য রাখেন।
