
এস.এম.জহিরুল হাকিম, ভিয়েনা,অস্ট্রিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ অস্ট্রিয়া দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বাংলাদেশ অস্ট্রিয়া দূতাবাস কতৃক যথাযোগ্য মর্যাদায় বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর অফিসার জনাব জুবায়ের হোক চৌধুরী, পরে মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বানী পাঠ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি জনাব তারাজুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সভাপতি জান্নাতুল ফরহাদ ও সাধারণ সম্পাদক রানা বখতিয়ার নেওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসিম মিয়া বাবু ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সাংস্কৃতিক সম্পাদক মিস সানাম হোসেন প্রমুখ।
এছাড়াও অস্ট্রিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সসমাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।