
আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শীতার্ত মানুষের পাশে উঞ্চতা ছড়াতে সাড়ে ৫ শতাধিক বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জিসকা ফার্মা লিমিটেড।
রোববার (১২ জানুয়ারি) সকালে শহরের নাজিরা গ্রামে ও উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জিসকা ফার্মার রংপুর রিজিয়নের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার সুকান্ত কুমার সেন, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক হুমায়ুন কবির সূর্য, রংপুর রিজিয়নাল মানেজার আজমল হুদা, সিনিয়র ডিপো ম্যানেজার আক্তারুজ্জামান, কুড়িগ্রামের সিনিয়র এরিয়া ম্যানেজার নুরুজ্জামান প্রমুখ।
জিসকা ফার্মার রংপুর রিজিওনের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার সুকান্ত কুমার সেন জানান, জিসকা ফার্মা লিমিটেড’র পরিচালক (প্রশাসন) সাদ্দাম খান উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হয়ে যাওয়ার ফলে শীতার্ত মানুষের উঞ্চতা লাঘবে এসব শীতবস্ত্র প্রদান করেন। প্রতি বছর কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে তিনি থাকবেন বলে জানিয়েছেন।