
আলমগীর হোসাইন ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মুজিব বর্ষকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা আওয়ামীলীগ অফিস চত্তরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জ, আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান, সালেহ আহমেদ মজনু, উমর ফারুক, জেলা যুবলীগের আহবায়ক হাজী দুলাল ও আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
বক্তারা মুজিব বর্ষকে স্বাগত জানিয়ে বছরব্যাপী কর্মসূচীতে দলমত নির্বিশেষে সকলকে অংশ নেয়ার আহবান জানান।