
গোলাম মাহবুব, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে রমনা মডেল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলামকে নিয়ে তার স্ত্রী ও এলাকার এক যুবক চিলমারী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান এবং গলায় কাটা চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়। কর্তব্যরত ডাক্তার আসিফ জাহান বলেন, হাসপাতালে আনার আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার গলায় কাটা চিহ্ন থাকায় বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেয়া হয়। তবে তিনি মৃত্যুর কারণ নিশ্চিত করেননি। এব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থান পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে।
ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চলছে নানান গুণঞ্জন। নিহত ইউপি সদস্য উপজেলার রমনা মডেল ইউনিয়নের নয়াবালাজান গ্রামের মৃত ওমির উদ্দিনের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল থেকে লাশ চিলমারী মডেল থানায় নেয়া হয়েছে।