শীতের তীব্রতায় কাতর ধরলা বেষ্ঠিত উত্তরের জনপদ ফুলবাড়ী।দিনে দিনে যেন বেড়েই চলছে শীতের তীব্রতা। আর সেই সাথে বাড়ছে গরীব অসহায় মানুষের ভোগান্তি।শীতের তীব্রতায় নাজেহাল হয়ে জীবন যাপন করছেন অসহায় মানুষগুলি। শীতার্ত এই অসহায় মানুষগুলির পাশে দাঁড়ালো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠণ বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
১৪ জানুয়ারি রাত সাড়ে ৮ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরে গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ কালে উপস্হিত ছিলেন মোঃ আশরাফুল আলম মন্ডল বুলবুল সভাপতি,বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা,মোঃ আবু বকর সিদ্দিক মিলন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখা,মোঃ বোস্তামী আলম লায়ন ত্রাণ বিষয়ক সম্পাদক, যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখা ও যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখার নেতা- কর্মীরা।
কম্বল বিতরণ কালে আবু বকর সিদ্দিক মিলন বলেন – আমরা আজকে এখানে মাত্র ১০০টি কম্বল বিতরণ করেছি।আমরা উপজেলার প্রতিটি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাই আর সেজন্যই আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি শীতার্ত মানুষের সহযোগীতার জন্য সামর্থবান সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।