
স্থানীয়রা জানান, সকালে রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সালমা বেগম। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, সালমা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ্যতায় ভুগছিলেন। নিজের চিকিৎসা ও সন্তানদের খাবার জোগার করতে না পারায় তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব কারণেই তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।