শনিবার , ডিসেম্বর ২ ২০২৩
Home / সারা দেশ / শিকলে বেঁধে শ্রমিককে ৪৯ দিন ধরে নির্যাতন **

শিকলে বেঁধে শ্রমিককে ৪৯ দিন ধরে নির্যাতন **

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার বিলধুড়িয়া এলাকার এসএমবি ইটভাটার শ্রমিক সালাউদ্দিন গাজীকে (২৭) ৪৯ দিন পর শিকলবাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এসময় তার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়েছে বলে জানান এই শ্রমিক।

রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বড়নাল এলাকার একটি বাড়ি থেকে সালাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ। তার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা বাজার এলাকায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইটভাটা মালিক ইলিয়াসাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল মল্লিককে (৩৫) আটক করেছে পুলিশ। জেলা সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের শ্বশুরের কাছে ভাটা মালিক আওয়ামী লীগ নেতা মনিরুলের পাওনা টাকাকে কেন্দ্র করে ২০১৯ সালের ৩০ নভেম্বর বরিশালের মুলাদী থেকে র‌্যাব পরিচয়ে তাকে তুলে কালিয়ায় নিয়ে আসা হয়। এরপর মনিরুল তার বাড়ির পাশে একটি ঘরের মধ্যে শিকল বেঁধে সালাউদ্দিনের ওপর ৪৯ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাতে বড়নাল এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিনকে উদ্ধার করে।

কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল মল্লিকসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About admin

Check Also

চিলমারীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। …

কুড়িগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ফলজ চারা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকার ভোগীদের মধ্যে …

চিলমারীতে বিয়ের ১৭ দিন গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের ১৭ দিন পর এক নববধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চিলমারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *