বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫
Home / খেলা-ধুলা / পাকিস্তানকে হারালেই র‌্যাঙ্কিংয়ে গণ্ডগোল!

পাকিস্তানকে হারালেই র‌্যাঙ্কিংয়ে গণ্ডগোল!

‘শ্রীলঙ্কা শেষবার যখন পাকিস্তানে গেল তারা ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। তারা পারলে আমরা পারব না কেন। আমাদেরও ভালো করা উচিত।’ একদিন আগে এমনটাই বলেছিলেন সাকিব আল হাসান। সাকিবের এ প্রত্যাশা পূরণ হবে কি? পূরণ হলে অবশ্য অনেক লাভ হবে বাংলাদেশ ক্রিকেটের।

কারণ, বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পাকিস্তান, আর বাংলাদেশ নয় নম্বরে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগুবে টাইগাররা। অর্থাৎ শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে পেছনে ফেলে নয় নম্বরে থেকে সোজা সাতে উঠে বসবে মাহমুদুল্লাহর দল। অপরদিকে, পাকিস্তান শীর্ষে থেকে তিন নম্বরে নেমে যাবে।

তবে এই কাজটা যে বড়ই কঠিন তা বলার অপেক্ষা রাখে না। কারণ একে তো পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল, তার ওপর খেলা হবে তাদেরই মাটিতে। বাংলাদেশ সিরিজের কোনও ম্যাচ হেরে গেলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি সম্ভব নয়। মাহমুদুল্লাহর দল ২-১ এ সিরিজ জিতলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হবে না। নয় নম্বরেই থাকবে বাংলাদেশ। তবে ক্ষতি হয়ে যাবে পাকিস্তানের। এক নম্বরে থেকে দুইয়ে নেমে যাবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে বাংলাদেশ যদি তিন ম্যাচের মধ্যে একটিতেও না জিততে পারে তবেই শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকবে পাকিস্তানের। অর্থাৎ স্বাগতিকরা ৩-০ তে সিরিজ জিতলে বাংলাদেশ নয় নম্বরেই থাকবে আর পাকিস্তান থাকবে এক নম্বরে।

লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল শুক্রবার দুপুর ৩টায়। সিরিজের পরবর্তী ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৫ ও ২৭ জানুয়ারি।

About admin

Check Also

চিলমারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী ফকিরের হাট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের …

ঘিওরে মরহুম আজিজুর রহমান কালু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি “মাদক ছারি খেলা ধরি সুস্থভাবে জীবন গড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে , মানিকগঞ্জের …

চিলমারীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে চিলমারী সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার সকালে শেখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *