বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
Home / আন্তর্জাতিক / মহিলা সাজে এই পুরুষটি কে? ঋষি’র পোস্ট ভাইরাল

মহিলা সাজে এই পুরুষটি কে? ঋষি’র পোস্ট ভাইরাল

ক্যান্সার আক্রান্ত অভিনেতা ঋষি কাপূর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ক্যানসারের চিকিত্সা করিয়ে আমেরিকা থেকে ফেরার পরও তার ফলোয়ারদের জন্য নিয়মিত পোস্ট দিচ্ছেন। তবে এবার যে পোস্টটি তিনি দিলেন তা তার ফলোয়ারদের রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছে।

এক ‘মহিলার’ পুরনো একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন ঋষি কাপূর। জানতে চেয়েছেন ছবিটি কার। ঋষি কাপূর এই পোস্টেই জানিয়েছিলেন, পরে তিনি জানাবেন আসলে কার ছবি এটি। কিন্তু তার আগেই অনেকে সঠিক নাম বলে দেন।

ছবিটি প্রয়াত অভিনেতা প্রাণের। ছবিটি ভাল করে দেখলে বোঝা যাবে নীচের দিকে একটি সই করা আছে। সেখানে ‘কুমারী প্রাণ’ নাম লেখা আছে। অর্থাত্ প্রাণ নিজেই বা অন্য কেউ সেটিতে কুমারী প্রাণ লিখে দিয়েছেন। এই ছবিটি সম্ভবত স্থানীয় কোনও রামলীলার অনুষ্ঠানের, সেখানে প্রাণ সীতা সেজেছিলেন। সেই পুরনো ছবিই পোস্ট করেছেন ঋষি কাপূর।

পরে আরও একটি পোস্ট করে ঋষি কাপূর জানিয়ে দিয়েছেন এটি প্রাণ সাহেবের ছবি। আর যারা সঠিক নাম বলতে পেরেছেন তাদের অভিনন্দন জানিয়েছেন ঋষি।

About admin

Check Also

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য …

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে …

অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ.কোরিয়ার

উত্তর কোরিয়া কমপক্ষে একটি ‘অজানা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়ে দক্ষিণ কোরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *