মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
Home / সারা দেশ / ধামরাইয়ে বাউল শিল্পী শরিয়ত সরকারের ফাঁসির দাবিতে র‌্যালী ও মানববন্ধন

ধামরাইয়ে বাউল শিল্পী শরিয়ত সরকারের ফাঁসির দাবিতে র‌্যালী ও মানববন্ধন

ওসমান গনি (ধামরাই সাভার) প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ের জয়পুরা বাসষ্ট্যান্ডে আজ  শুক্রবার ধামরাই উপজেলা ইমাম পরিষদ ও ধামরাই ইসলামি আন্দোলন এর উদ্যোগে বাউল শিল্পী শরিয়ত সরকার কর্তৃক আল্লাহ ও রাসূল (সাঃ) এর নামে কটুক্তি কোরআন সুন্নাহর অবমাননা ও অপব্যাখ্যা এবং আলেম ওলামাদের প্রতি বিষাদগার বক্তব্য এর প্রতিবাদে ফাঁসির দাবীতে র‌্যালী ও মানব বন্ধন করা হয়েছে। পরে একটি র‌্যালী বের করে দক্ষিন জয়পুরা বাজার হতে উত্তর জয়পুরা বাজারে বিভিন্ন স্থান প্রদক্ষিন করে ঢাকা-আরিচা মহাসড়কে এসে মানববন্ধন করে।

এ সময় জয়পুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আসরাফ আলির পরিচালনায় ও ইমাম পরিষদের সাধারন সম্পাদক আব্দুল জলিল এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আসরাফ আলি, আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মুফতি আবুল হোসেন, হাফেজ লিয়াকত, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ফজলুল হক, দেওয়ান নজরুল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শরিয়ত সরকার ধর্মীয় অপ- ব্যাখ্যা দিয়ে ইসলামকে ধংশের গভীর চক্রান্ত করছে, এ চক্রান্তের সাথে লিপ্ত শরিয়ত সরকারকে ফাঁসি দেওয়া হউক।

সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ধামরাইয়ের রৌহারটেক হেলাল শাহর বাৎসরিক মিলন মেলায় পালা গানের অনুষ্ঠানে মির্জাপুর এলাকার বাউল শিল্পী বয়াতি শরিয়ত সরকার, আল্লাহ,নবী-রাসূল,পবিত্র কোরআন,আলেম-উলামাদের নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। পরে তার বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে, উক্ত বিষয়ের অভিযোগে মির্জাপুর থানায় তার বিরোদ্ধে মামলা হয়। পরে ঐ মামলায় পুলিশ শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে।

About admin

Check Also

কাউনিয়ায় ১৪ ক্যান্সার,কিডনি রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তের অর্থায়নে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও …

কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ   কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ১০৩ …

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজুল বাচ্চু, বরিশাল থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *