সোমবার , ডিসেম্বর ৯ ২০২৪
Home / আন্তর্জাতিক / ভারত কিনছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র: শংকায় পাকিস্তান

ভারত কিনছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র: শংকায় পাকিস্তান

রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে পাকিস্তান তার কঠোর সমালোচনা করেছে। ইসলামাবাদ বলেছে, নয়াদিল্লির এ সিদ্ধান্ত অপ্রয়োজনীয় অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে।

নয়াদিল্লিতে নিযুক্ত রুশ উপ-রাষ্ট্রদূত জানুয়ারি মাসের গোড়ার দিকে বলেছিলেন, ভারতের কাছে বিক্রির জন্য পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদনের কাজ এরই মধ্যে শুরু করেছে রাশিয়া।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় সংক্রান্ত ভারতীয় সিদ্ধান্তের সমালোচনা করে পাকিস্তান বলেছে, এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা এবং স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ এবং অপ্রয়োজনীয় অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে। একই সঙ্গে ভারতের সঙ্গে কৌশলগত আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র আইশা ফারুকি।

ভূমি থেকে ভূমিতে ব্যবহারযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গজনভির সফল পরীক্ষা চালানোর মাত্র একদিন পরই এ বিবৃতি দিল পাকিস্তান। এদিকে সম্প্রতি ভারত মধ্যপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র কে-৪’এর সফল পরীক্ষাও চালিয়েছে।

২০১৮ সালে পাঁচটি এস-৪০০ ব্যবস্থা ৫০০ কোটি ডলারে কেনার জন্য মস্কো-নয়াদিল্লি চুক্তি করেছে। এ চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতের কাছে হস্তান্তর করতে হবে। অবশ্য এ চুক্তির কঠোর বিরোধিতা করছে আমেরিকা। ওয়াশিংটন দাবি করছে, মার্কিন অস্ত্র ব্যবস্থা ভারতের কেনা উচিত।

About admin

Check Also

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য …

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে …

অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ.কোরিয়ার

উত্তর কোরিয়া কমপক্ষে একটি ‘অজানা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়ে দক্ষিণ কোরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *