বুধবার , ফেব্রুয়ারি ১২ ২০২৫
Home / সারা দেশ / সিরাজগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরের কোনাবাড়ি থেকে ৫ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২। আটক স্বপন মিয়া (৫৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাজাইল গ্রামের মৃত মহসীন আলীর ছেলে।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি মো. খলিলুর রহমান শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘ দিন ধরে উত্তরাঞ্চলসহ সাড়া দেশে কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল মাদক ব্যবসায়ী স্বপন। পরে র‌্যাব-১২ এর সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ভোরে গাজীপুর মহানগর কোনাবাড়ী থানার কোনাবাড়ী স্ট্যান্ডের সাগর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৯৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।

About admin

Check Also

রাতভর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি)  রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার  (৮ …

কাউনিয়ার হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া(রংপুর)থেকে: রংপুরের কাউনিয়া উপজেলায় হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  …

চিলমারীতে দিন দুপুরে নোকা ডাকাতি

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে দিন দুপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *