বুধবার , ফেব্রুয়ারি ১২ ২০২৫
Home / সারা দেশ / হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে হবিগঞ্জের বাহুবলের ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে দুই নারীসহ ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ি টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্ঘটনার শিকার বাসটির হেলপার হবিগঞ্জ সদর উপজেলার মড়ুরা গ্রামের আবু সাঈদ (৩০),  একই উপজেলার দৌলতপুর গ্রামের  কমলা বেগম (৩৫)। বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই নারী সনাতন ধর্মের বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ি টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল।

এ ঘটনায় ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

About admin

Check Also

রাতভর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি)  রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার  (৮ …

কাউনিয়ার হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া(রংপুর)থেকে: রংপুরের কাউনিয়া উপজেলায় হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  …

চিলমারীতে দিন দুপুরে নোকা ডাকাতি

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে দিন দুপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *