
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব উলিপুরের কৃতি সন্তান জিয়াউল হাসান এনডিসির আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় উলিপুর এম, এ মতিন কারিগরি ও কৃষি কলেজের সভাকক্ষে উলিপুর ও চিলমারী উপজেলার এলাবাসীর আয়োজনে শিক্ষক,ব্যবসায়ী,সামাজিক,রাজনৈতিক ও সরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রায় দেড় শতাধিক মানুষ অংশগ্রহন করে। এ দিকে সচিবের উলিপুর আগমন উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করে সংশ্লীষ্ট দপ্তরের উত্তরাঞ্চল কর্মকর্তা, কর্মচারীগন । প্রথমে তাকে ফুল দিয়ে বরন ও সম্মাননা স্বারক প্রদান করে। পরে এম,এ মতিন কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, খোরশেদ আলম‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সামাজিক বন বিভাগ রংপুর বিভাগীয় বন কর্মকর্তা- মোঃ মতলুবুর রহমান,ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা- এ কে এম রুহুল আমিন,দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা-আব্দুর রহমান, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত সিনিয়র শিক্ষক-মোঃ ইব্রাহীম আলী প্রমুখ। এসময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের দাবি জানান। পরে সচিব তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।