
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
২৬ জানুয়ারি রবিবার সকালে পুরাতন শহরের কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনজুরুল হকের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এসএসসি ২০২০ শিক্ষাবর্ষের ১৩১জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাকালে শিক্ষার্থীদের মাঝে ফুলের স্টিক, কলম, জ্যামিতি বক্স, কেবিনেট ফাইল সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- মোঃ মোশাররফ হোসেন, বাবু বিদ্যুৎ কুমার, শিক্ষিকা খালেদা বেগম, সুমা সাহা প্রমুখ। বিদায় অনুষ্ঠান শেষে দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।