
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রূপ নির্ণয় এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রূপ নির্ণয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। উপজেলা নির্বাহী অফিসার এ, ডাব্লিউ, এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহেদুল হক জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে চিলমারী উপজেলার ৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৪‘শ ৫১ জন শিক্ষার্থীর রক্তের গ্রূপ নির্ণয় করা হবে আগামী ২৯ জানুয়ারি, ২০২০খ্রিঃ তারিখের মধ্যে।