মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
Home / সারা দেশ / বউয়ের সাথে অভিমানে শ্বশুর বাড়ীতেই আত্মহত্যা

বউয়ের সাথে অভিমানে শ্বশুর বাড়ীতেই আত্মহত্যা

মাহফুজার রহমান মাহফুজ ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে শ্বশুর বাড়ীতে স্বামী বিষপানে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলাবার রাত দেড়টার দিকে উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবাগিস গ্রামের মনির উদ্দিনের ছেলে।এলাকাবাসী ও নিহতের পরিবারের বরাত দিয়ে ফুলবাড়ী থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নজরুল ইসলাম স্ত্রীকে আনার জন্য শ্বশুরবাড়ী যায়। কিন্তু স্ত্রী তার সাথে আসতে অস্বীকৃতি জানালে ক্ষোভে দুঃখে গভীর রাতে তিনি শ্বশুর বাড়ীতেই বিষপান করেন । পরে শ্বশুরবাড়ীর লোকজন রাত দেড়টায় তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ এম নাসিমউজ্জামান চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ রাতেই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

About admin

Check Also

কাউনিয়ায় ১৪ ক্যান্সার,কিডনি রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তের অর্থায়নে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও …

কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ   কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ১০৩ …

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজুল বাচ্চু, বরিশাল থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *