ঊনসত্তর ডেস্কঃ
রংপুর মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী বিআরটিসির দোতলা বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর মালিক সমিতি। এ সময় বাসের ড্রাইভার-হেলপারসহ বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে বাস আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সোমবার সকাল থেকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কোনো কারণ ছাড়াই মোটর মালিক সমিতির লোকজন বিআরটিসির দোতলা বাস আটকে ড্রাইভার-হেলপারকে মারধর করে যাত্রীদের জোর করে বাস থেকে নামিয়ে দেয়। তারা সবগুলো দোতলা বাস চলাচল বন্ধ করে দেয়। এসব বাস পীরগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত চলত।
এ ব্যাপারে বিআরটিসি রংপুর বাস ডিপোর ম্যানেজার নুরুল হক জানান, মোটর মালিক সমিতির লোকজন তাদের ড্রাইভার-হেলপার ও কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে দোতলা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে মোটর মালিক সমিতির কর্মচারী রওনক বলেন, মালিক সমিতির নির্দেশে আমরা দোতলা বাস চলাচল বন্ধ করে দিয়েছি। কারণ সিটি করপোরেশন এলাকায় দোতলা বাস চলাচল করলে আমাদের বাসে যাত্রী হয় না। সে কারণে আমরা এসব বাস বন্ধ করে দিয়েছি। এরপর রাস্তায় বাস নামানোর চেষ্টা করা হলে আমরা ধর্মঘটে যাব।