রংপুর প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের পূর্ব গান্নার পাড় এলাকায় ৫ দিনমুজরের বাড়িসহ আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গঙ্গাচড়া ফায়ার সার্ভিস দল দ্রæত ঘটনাস্থলে যেয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে।
এলাকাবাসী জানায়, গান্নার পাড় এলাকার ক্ষুদ্র পান ব্যবসায়ী মোস্তাফিজারের বাড়িতে বিদ্যুতের তারের লুজ সংযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটিয়ে ঘরে থাকা পাট কাটিতে আগুন ধরে দ্রæত তা ঘরের চারদিকে ছড়িয়ে পড়লে পাশের দিনমজুর ফরহাদ, আব্দুল জব্বার, জোবেদ আলী ও শরিফুলের বাড়িতে আগুন লেগে পুড়ে যায়। এতে মোস্তাফিজারের ৩টি টিনের ঘর, ঘরে থাকা ধান, চাল, শীতের ও পড়নের কাপড়সহ সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। ফলে মোস্তাফিজারের প্রায় ২ লাখ ২৫ হাজার ক্ষতি হয়। এছাড়া ফরহাদের ১টি টিনের ঘরসহ আসবাবপত্র পুড়ে লক্ষাধীক, আব্দুল জব্বারের ১টি টিনের ঘরসহ ৫০ হাজার, জোবেদ আলীর ১টি টিন ও খরের ঘরসহ ৭৫ হাজার এবং শরিফুলের ১টি টিনের ঘর ও খরের গাঁদাসহ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইউপি সদস্য সাইদুর রহমান হিরু জানান, পুড়ে যাওয়া পরিবারগুলো সবাই দরিদ্র। সরকারিভাবে সহযোগিতা ছাড়া তাদের ঘুরে দাড়ার উপায় নাই। এদিকে ঘটনাস্থল উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ, আব্দুল্লা আল হাদী পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম বলেন আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোকে ২ বান্টিল করে ঢেউটিন, নগদ ৬ হাজার করে টাকা ও শুকনো খাবারসহ কম্বল দেওয়া হবে।