মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর বামনাছাড়া এলাকায় ০৮ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১০ টায় বামনাছাড়া বালাপাড়া একতা সংঘ কতৃক আয়োজিত নাইট সার্কেল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃতাহমিদুর রহমান বকুল, সাবেক চেয়ারম্যান তবকপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃএরশাদুল হক,যুব উন্নয়ন অফিস চিলমারী।প্রভাষক মোঃশফিকুজ্জামান লিমন, প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক,উদয়ন প্রি ক্যাডেট স্কুল, বজরা। সভাপতিত্ব করেন, মোঃআঃরাজ্জাক মিয়া, ইউ পি সদস্য, তবকপুর ইউনিয়ন পরিষদ।
খেলা দেখতে সন্ধার পরপরই স্হানীয় মাঠটি হাজার হাজার দর্শকে পরিপূর্ণ হয়ে যায়।
তাদের আগ্রহের কেন্দ্র বিন্দু ছিল তেতুলতলা হলিডেস স্পটিং ক্লাব ও সাইনবোর্ড সুখতাঁরা স্পটিং ক্লাব থেকে আসা খেলোয়াড়দের ক্রীড়াশৈলী দেখা। সেই সাথে ছিল রাত্রিকালীন ম্যাচটি উপভোগ করা। ফাইনালে সাইনবোর্ড সুখতাঁরা স্পটিং ক্লাব তেতুলতলা হলিডেস স্পটিং ক্লাব কে পরাজিত করে প্রথম পুরষ্কার এল ই ডি মনিটর ছিনিয়ে নেয়।
খেলাটি আনন্দ মুখর করতে সর্বাত্বক দায়িত্ব পালন করেছেন,মীর মোশাররফ হোসেন মিঠু, সভাপতি,বামনাছাড়া একতা সংঘ ও সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন,মোঃখোকন মিয়া,মোঃশান্ত মিয়া,মোঃরতন মিয়া,মোঃবকুল মিয়া ছাড়াও অনেকে।
খেলাটিতে সার্বিক তত্বাবধানে ছিলেন,মোঃআবু হোসেন সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী, ও আশা স্টোরের সত্বাধীকারী বামনাছাড়া।