
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় ভাইয়ের লাঠির আঘাতে কলেজছাত্রী ছোট বোন রুমা আক্তার (১৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে,শনিবার (৮ফেব্রুয়ারী) বিকালে কেন্দুয়া পৌরসভার ওয়ারেসপুর গ্রামে। কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, পৌরসভার ওয়াশেরপুর গ্রামের ফজু মিয়ার সাত ছেলে তিন মেয়ে।
শনিবার বিকালে ভাইদের মধ্যে ঝগড়া লাগলে ছোট বোন রুমা এগিয়ে যায়। এ সময় লাঠির আঘাতে সে গুরুতর আহত হলে প্রথমে ভাইয়েরা কেন্দুয়া আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন রুমা মারা যাওয়ার খবর পাওয়া যায়। রুমা কেন্দুয়া পারভীন সিরাজ মহিলা কলেজের ছাত্রী।
অন্যদিকে স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ একটি ঘটনা নিয়ে কোন দুই ভাইয়ের ঝগড়া বাদে। এই ঘটনায় ভাইদের উত্তেজিত অবস্থায় লাঠির আঘাতে আহত হয় বোন।
তবে কোন ভাইয়ের লাঠির আঘাতে বোন অাহত অবস্থায় মৃত্যু হয়েছে। সেই ভাইদের নাম বলতে পারে না কেউ। এ বিষয়ে ওসি রাশেদুজ্জামান জানান, পরিবারের কেউ এ বিষয়ে কোন অভিযোগ করেনি।