কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বাগচির খামার ইন্দারার পাড় এলাকায় মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে অবৈধভাবে বুড়িতিস্তা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ৪টি ড্রেজার মেশিন জব্দ ও বালু উত্তোলনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম উপজেলার ধামশেনী ইউনিয়নের বাগচির খামার ইন্দারপাড় এলাকায় বালু উত্তোলনের অপরাধে ইন্দারপাড় বাগচির খামার এলাকার আবদুস সামাদের পূত্র মাহফুজার রহমান ও দড়িচর এলাকার রোস্তম আলীর পূত্র মোঃ মনছুর আলীর ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ করেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।