রবিবার , ডিসেম্বর ৩ ২০২৩
Home / জাতীয় / সাংবাদিকদের উপর হামলা কঠোর হস্তে দমন হবে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের উপর হামলা কঠোর হস্তে দমন হবে: তথ্যমন্ত্রী

সংবাদ কর্মীদের উপর হামলা সরকার কঠোর হস্তে দমন করবে বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবাদ কর্মীদের উপর হামলা নিন্দনিয়। সরকার সাম্প্রতিক কয়েকটি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ ধরনের ঘটনায় সরকার কঠোর হস্তে দমন করবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেয়া সমীচীন না। এক্ষেত্রে যেই জড়িত হোক সরকার তাকে ছাড় দেবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক, ট্রাস্টি রাহুল রাহা, সাইফুল ইসলাম দিলাল, নির্বাহী সদস্য আলমগীর স্বপন, মিল্টন আনোয়ার ও রিজভী নেওয়াজ।

About admin

Check Also

মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ, জেলেপাড়ায় খুশির আমেজ

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবে জেলেরা। জেলেপাড়ায় তাই খুশির আমেজ। তবে ডিম দিয়ে …

দরজা বন্ধ হয়নি, আলোচনায় রাজি আছি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সঙ্গে সংলাপে সরকার রাজি আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দরজা তো বন্ধ …

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করলো ওমান

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করলো ওমান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *