মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
Home / জাতীয় / সাংবাদিকদের উপর হামলা কঠোর হস্তে দমন হবে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের উপর হামলা কঠোর হস্তে দমন হবে: তথ্যমন্ত্রী

সংবাদ কর্মীদের উপর হামলা সরকার কঠোর হস্তে দমন করবে বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবাদ কর্মীদের উপর হামলা নিন্দনিয়। সরকার সাম্প্রতিক কয়েকটি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ ধরনের ঘটনায় সরকার কঠোর হস্তে দমন করবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেয়া সমীচীন না। এক্ষেত্রে যেই জড়িত হোক সরকার তাকে ছাড় দেবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক, ট্রাস্টি রাহুল রাহা, সাইফুল ইসলাম দিলাল, নির্বাহী সদস্য আলমগীর স্বপন, মিল্টন আনোয়ার ও রিজভী নেওয়াজ।

About admin

Check Also

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে বীমার অর্থের দাবিদারদের ব্যাপারে বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ …

সরকার স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার যে কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *