মোঃ মজিবর রহমান নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী গতকাল ১৫ ফেব্রæয়ারী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং অন্যান্যদেরকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অষ্টম শ্রেনীর ছাত্রী চন্ডিপুরের মৃত লিয়াকতের মেয়ে লুবনার অবস্থা গুরুতর হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অসুস্থরা হলো মিম, ছায়মা, বিলকিছ, মাসুম, জুবাইর, আতিকুল, রাফি, ববিতা, রুবাইয়া, ফারজানা আতিকাসহ মোট ১৩জন অসুস্থ হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্না জানান সকালে সমাবেশ করার সময় প্রথমে লুবনা অসুস্থ হয়ে পরলে তাকে সহকারী শিক্ষক স্বপ্না, শরিফা ও মোর্শেদা তাৎক্ষনিক ভাবে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেন, পরবর্তীতে বাকি শিক্ষার্থীরা অসুস্থ হলে তাদেরকেও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন কুড়িগ্রাম হাসপাতালে ফারজানা সুস্থ্য আছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্না বলেন শিক্ষার্থীরা বলেন সকালে ছাত্র-ছাত্রীরা আচার ও ঝাল মুড়ি খেয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ অসুস্থ থাকায় সহকারী শিক্ষকগণ শিক্ষার্থীদের দেখা শোনা করছে। এ ঘটনায় আচার বিক্রেতা ইমান আলীকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।