শনিবার , এপ্রিল ২০ ২০২৪
Home / সারা দেশ / সড়ক দুর্ঘনায় আহত মেধাবি ছাত্রের চিকিৎসার জন্য সাহায্য কামনা পরিবারের

সড়ক দুর্ঘনায় আহত মেধাবি ছাত্রের চিকিৎসার জন্য সাহায্য কামনা পরিবারের

মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত দাখিল পরীক্ষার্থী মেধাবি ছাত্র বেলাল হোসেনের চিকিৎসার জন্য সহযোগীতা কামনা করেছেন তার দরিদ্র বাবা-মা।বেলালের বাড়ী উপজেলার খোচাবাড়ী গ্রামে। তার বাবা নুরনবী মিয়া পেশায় একজন রিক্সা চালক। মা রোকেয়া বেগম অন্যের বাড়ীতে ঝি এর কাজ করেন। বেলাল খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহন করছে।গত বৃহস্পতিবার পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্হা মুমূর্ষ দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে পরীক্ষার পর দেখা যায় তার ডান পায়ের হাড় ভেঙ্গে গেছে।দ্রুত তার অপারেশন করে পায়ে রড লাগানো হয়।বর্তমানে সে ডাঃ মোঃআমিনুর রহমানের তত্বাবধানে চিকিৎসাধীন আছে।চিকিৎসাধীন থাকার পরেও বেলাল বাদ দেয় নি পরীক্ষায় অংশ গ্রহন করা থেকে।অদম্য মেধাবি ছাত্র বেলাল চায় শিক্ষিত হয়ে মা-বাবার মুখ উজ্জল করতে।তাই সে ভাঙ্গা পা নিয়েও আজকের পরীক্ষায় অংশ নেয়।
খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃশাসছুল হক সরকার বলেন বেলাল একজন দরিদ্র ছাত্র। দারিদ্র্যতার সাথে লড়াই করে সে লেখা পড়া করে আসছে।সে বিজ্ঞান বিভাগের একজন মেধাবি ছাত্র।তার দুর্ঘটনার কথা শুনে আমি ব্যক্তিগত ভাবে সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছি।ইতিমধ্যেই বেলালের চিকিৎসার জন্য  ধার কর্য করে প্রায় ৫০ হাজার টাকার মত খরচ করা হয়েছে। তার সুচিকিৎসার জন্য আরো প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার প্রয়োজন। যা তার দরিদ্র বাবা- মায়ের পক্ষে বহন করা কোন ভাবেই সম্ভব নয়।এমতাবস্হায় বেলালের চিকিৎসার জন্য সামর্থবান সকলের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর অনুরোধ জানান তিনি।
বেলালকে আর্থিক সহযোগীতার জন্য বিকাশ নাম্বার ০১৭২৫-৫৩৩৩০৮(পার্সোনাল)।

About admin

Check Also

কুড়িগ্রামে পিক-আপে গানবাজনা ও বেপরোয়া মোটর সাইকেল চালানোয় অর্ধশত মামলা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত ও ঈদের দিনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে …

রৌমারীতে ১৭শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি এনামুল …

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *