বুধবার , মার্চ ২২ ২০২৩
Home / জাতীয় / প্রথম ৬ মাসে বিমানের লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা: মাহবুব আলী

প্রথম ৬ মাসে বিমানের লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা: মাহবুব আলী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে ( জুলাই- ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর পূর্ব নীট লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা।

আজ সংসদে সরকারি দলের সাংসদ আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, গত অর্থ বছরে বিমানের নীট লাভ হয়েছে ২১৭ কোটি ৮০ লাখ টাকা। এ সময় সংস্থাটির মোট আয় হয় ৫ হজার ৭৯৫ টাকা। ব্যয় হয় ৫ হাজার ৭৭৭ কোটি ১০ লাখ টাকা।

তিনি আরো জানান বর্তমানে বাংলাদেশ বিমানের মোট ১৮ টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১২টি নিজস্ব আর ৬টি লিজ করা। এসব উড়োজাহাজ দিয়ে আন্তর্জাতিক ১২টি রুটে ১৭দেশে এবং অভ্যন্তরীণ ৭টি রুটে পরিচালনা করা হচ্ছে।

মাহবুব আলী জানান বিমানের টিকেট ক্রয় বিক্রয়ে আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর অংশ হিসাবে বিমান এয়ারলাইন্স নামে একটি মোবাইল এ্যাপস চালু করা হয়েছে।

About admin

Check Also

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।  (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর …

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে বীমার অর্থের দাবিদারদের ব্যাপারে বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *