কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে সোমবার(১৭ ফেব্রুয়ারি) সকালে বাল্যবিবাহমুক্ত জেলা গঠনে নিকাহ রেজিষ্টারদের নিয়ে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত কর্মশালায় জেলা নিকাহ রেজিষ্টার সমিতির সভাপতি মো: নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা,রংপুর বিভাগীয় নিকাহ রেজিষ্টার সমিতির সভাপতি মাওলানা আমজাদ হোসাইন সরকার,কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।