
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এসএসসি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসে নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
সোমবার উপজেলার মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে আশফিকা রেজওয়ানা ইষা পদার্থ বিজ্ঞান পরীক্ষায় বোরকা ও হিজাবের ভেতরে ইলেক্ট্রনিক্স ডিভাইস লুকিয়ে নকল করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের কক্ষ পরিদর্শনের সময়ে ওই পরীক্ষার্থীকে সন্দেহ করে। পরে তাকে জিজ্ঞাসা করে ইলেক্ট্রনিক্স ডিভাইসটি উদ্ধার করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানান, আধুনিক যন্ত্র ব্যবহার করে নকল করার দায়ে ওই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রটিতে নজরদারি বাড়ানো হয়েছে।