
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে অবস্থিত উদগিরণ মুক্ত মঞ্চে মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সকালে সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আর্থিক সহযোগীতায় ও আরডিআরএস বাংলাদেশ এর ‘বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের বাস্তবায়নে ‘মেয়ে আমি সমানে সমান এখনি সময় পরিবর্তনের’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসনের সাথে যুব প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মতবিনিময় সভায় জেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা থেকে দেড়শ জন যুব প্রতিনিধি শহর ও গ্রামাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তাদের পরিকল্পনা সবার মাঝে উপস্থাপন করে।