শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / স্বাস্থ্য / রক্ত দেয়ার যত উপকারিতা

রক্ত দেয়ার যত উপকারিতা

স্বেচ্ছায় নিজের রক্ত অন্য কারো প্রয়োজনে দান করাই রক্তদান। রক্ত দেওয়ার জন্য পূর্ণবয়স্ক তথা ১৮ বছর বয়স হতে হয়। প্রতি তিন মাস পর পর প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক নর-নারী নিশ্চিন্তে ও নিরাপদে রক্তদান করতে পারবেন। এতে স্বাস্থ্যে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না। বরং রক্তদানের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমাতা বৃদ্ধি পায়। নিম্নে রক্ত দানের ৮ টি উপকারিতা আলোচনা করা হলো।

১)  নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

২) বছরে তিনবার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে। দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়।

৩) রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

৪) রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয়, তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৫) শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোনো রোগ আছে কি-না, সেটি বিনা খরচে জানা যায়।

৬) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

৭) শরীরের ভারসাম্য ঠিক থাকে।

৮) এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।

About admin

Check Also

কাউনিয়ায় উদ্দীপ্ত রক্ত ও মানব কল্যাণ সংস্থার উদ্বোধন ও আলোচনা সভা

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুছ বসুনিয়া: জাতি ধর্ম নির্বিশেষে থাকবো মোরা সবার পাশে এ শ্লোগান কে …

বাঁচতে চায় চাঁদ মিয়া ও কিশোরী কন্যা তাসলিমা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী চাঁদ মিয়া (৫০) ও তার ১৭ …

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

ভোলা (বিশেষ) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ হিল্লোল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *