মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
কুষ্টিয়ার ভেড়ামারার ১০ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেড়ামারার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক শুকুর আলী (৩৫) এবং একই গ্রামের আতাহার আলীর ছেলে মো. আলামিন (১৮)। এই ঘটনায় রিপন নামে আরো এক পথচারী আহত হয়েছেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি রেজাইল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকের ড্রাইভার পলাতক এবং ট্রাকটি জব্দ করেছে হাইওেয়ে পুলিশ।