
মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশি অভিযানে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে চার জুয়ারী আটক হয়েছে।
জানা গেছে, উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকায় তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। এসময় তাস খেলারত অবস্থায় পশ্চিম ধনিরাম গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৬০) একই গ্রামের মৃত মোহর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩০) মৃত বয়তুল্লার ছেলে বাবুল হোসেন (৪০) ও মৃত তছলিম উদ্দিনের ছেলে মাহাতাব আলী (৫০) পুলিশের হাতে আটক হন।
আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।