বুধবার , নভেম্বর ৬ ২০২৪
Home / সারা দেশ / “মন ধুয়ে নেই জলে” কাব্যের মোড়ক উম্মোচন করলেন-কবি হেলাল হাফিজ

“মন ধুয়ে নেই জলে” কাব্যের মোড়ক উম্মোচন করলেন-কবি হেলাল হাফিজ

হুমায়ুন কবির নেত্রকোনা প্রতিনিধিঃ
“হেলেন এখন তোমার শহরে নাই , তোমার শহর হেলে আছে মগড়া নদীর গান” এই দুটি পংক্তি দিয়ে, নেত্রকোনা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি, নেত্রকোনা জেলার কৃতি সন্তান  ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ “মন ধুয়ে নেই জলে” উৎসর্গ করেছেন যৌবনের কবি হেলাল হাফিজ’কে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবের অভ্যর্থনা কক্ষে “মন ধুয়ে নেই জলে” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করলেন তারুণ্যের কবি, যৌবনের কবি হেলাল হাফিজ।
ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী ছাড়াও এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোক-সাহিত্যের গবেষক সাইফুল ইসলাম শাহীন, উপমহাদেশের প্রখ্যাত বাউল আব্দুল মজিদ তালুকদার এঁর কনিষ্ঠ সন্তান জনপ্রিয় বাউল শিল্পী আবুল বাশার তালুকদার, কণ্ঠশিল্পী লিজা, সাংস্কৃতিক সংগঠন জাকির খান, কবি আজহারুল ইসলাম কবি আফরোজা আক্তার ও কবি জাকিয়া ইসলাম তোরা প্রমূখ।
উল্লেখ্য এবার অমর একুশে গ্রন্থমেলায় তারুণ্যের আলোচিত ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর দুটি গ্রন্থ এসেছে একটি উপন্যাস “ঘর বাঁধলেই ভালোবাসা হয় না” অন্যটি কবিতা “মন ধুয়ে নেই জলে” ইতিমধ্যেই দুটি গ্রন্থ ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে এবং দ্বিতীয় সংস্কারের অপেক্ষায় আছে।

About admin

Check Also

চিলমারীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে জেলা প্রশাসক নুসরাত সুলতানা চিলমারী উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় …

কাউনিয়ায় অভিনব কৌশলে অটোরিকশা ছিনতাই 

 আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কাউনিয়া (রংপুর)প্রতিনিধি কাউনিয়া উপজেলার হলদী বাড়ী  রেল গেটের নিকটে অভিনব কৌশলে একটি …

কাউনিয়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল কুদ্দুস বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *